রবিউল ইসলাম: কালিগঞ্জের নিখোঁজ স্কুল ছাত্র জারিফ কাউছার (১৩) কে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) উপজেলার নলতার নয়াবাজার থেকে তাকে উদ্ধার করা হয়। জারিফ কাউছার কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, পড়ালেখায় মনোযোগী হতে বলায় জারিফ কাউছার মায়ের উপরে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে উপজেলার নয়াবাজারে গিয়ে একটি হোটেলে থালা প্লেট ধোয়ার কাজ নেয়। পরে সেখানকার একটি ফলের দোকানের ফোন নাম্বার থেকে মায়ের কাছে মোবাইল করেছিল সে। ওই কলের সূত্র ধরেই কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান তাকে উদ্ধার করতে সক্ষম হন এবং তার মা রুমানা হকের কাছে হস্তান্তর করেন। এদিকে, রুমানা হকের ছেলেকে ফিরে পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর দুপুরে নামাজ পড়ার নাম করে কালিগঞ্জের নাজিমগঞ্জের ভাড়া বাড়ি থেকে বরে হয়ে আর বাড়ি ফেরে নি জারিফ। এ ঘটনায় কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছিল তার পরিবার।




Leave a Reply

Your email address will not be published.