শ্যামনগর প্রতিনিধি: ‘ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড,সাসটেইনেবল পিপল অ্যান্ড প্ল্যানেট’এই প্রতিপাদ্যে সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে শ্যামনগরে পালিত হলো বিশ্ব বন্যপ্রাণী দিবস।২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮ তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১৪ সালে প্রথম এ দিবসটি পালন করা হয়। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড এক প্রতিবেদনে জানায়, ১৯৭০ সাল থেকে বিশ্বে এ পর্যন্ত বন্যপ্রাণীর সংখ্যা কমেছে দুই- তৃতীয়াংশ। এভাবে বাংলাদেশের ভূখন্ড থেকে হারিয়ে গেছে ৩১ প্রজাতির প্রাণী। এছাড়াও বাংলাদেশে অন্তত ২১৯ টি প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন। এইতালিকার মধ্যে আছে উভচরসরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী। বনবিভাগের এক হিসাবে ৪২ প্রজাতির উভচরের মধ্যে ৮ টি,১৫৮ টি প্রজাতির সরীসৃপের মধ্যে ৬৩ টি,৭৩৬ টি প্রজাতির পাখির মধ্যে ৪৭ টি, ১২৪ টি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ৪৩ টির অস্তিত্ব হুমকির সম্মুখীন।

বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য।এবারের প্রতিপাদ্য বিষয় হিসেবে এসেছে ‘ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড,সাসটেইনেবল পিপল অ্যান্ড প্ল্যানেট’ যা বাংলাদেশের প্রেক্ষাপটে করা হয়েছে, ‘মানুষ ও পৃথিবী বাঁচাতে,বন ও জীবিকা।’দিবসটি উপলক্ষে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম(#ssst) বন্যপাখি সংরক্ষণে রমজান নগর ইউনিটের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন মাদার নদীর চর অঞ্চল ও কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় ইউনিটের উদ্যোগে আকাশলীনা ইকো পার্কের গাছে-গাছে পাখির সহ বন্যপ্রাণীর অভয়আশ্রম তৈরির লক্ষ্যে মাটির ভাড় বাঁধে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *