সমাজের আলো : সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার মারামারির মামলার এক আসামির ১ বছরের সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন। মুক্তিপ্রাপ্ত আসামির নাম তালা থানার মোবারকপুর গ্রামের মৃত নীলকান্ত গুহর পুত্র কার্তিক চন্দ্র গুহ (৪৮)। সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক ইয়াসমিন নাহার উক্ত রায় ঘোষণা করেন। উক্ত মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে দন্ডবিধি৩২৪ ধারার অভিযোগ এক নম্বর আসামি কার্তিক চন্দ্র গুহের বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং আসামি জ্যোৎস্নাকে বেকসুর খালাস প্রদান করেন। আসামি কার্তিক চন্দ্র গুহ কে জেলহাজতে না রেখে বেশ কিছু শর্তসাপেক্ষে সংশোধন হওয়ার সুযোগ করে দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে, এজাহারকারীকে দুটি তেঁতুল গাছ ও পাঁচটি ফলজ বৃক্ষ রোপন, যৌতুক বিরোধী প্রচার চালাতে হবে, এলাকার লোকজনের সাথে সদ ভাব বজায় রাখা, পুত্রের বিয়ের সময় যৌতুক গ্রহণ না করা, কৃষি কাজে এলাকার জনগণকে সচেতন করা, এসব শর্ত ভঙ্গ করলে স্থগিত হওয়া সাজা আবারো ভোগ করতে হবে বলে রায়ে উলে­খ করেন। তবে শর্তগুলো আসামি যথাযথ ভাবে পালন করছে কিনা সে ব্যাপারে দেখভাল করার জন্য সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার কে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে অগ্রগতির বিষয়ে তিন মাস অন্তর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন আদালতে নিকট সন্তোষজনক হলে আসামি কার্তিক চন্দ্র গুহকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হবে বলে আদেশে উলে­খ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *