সমাজের আলো : করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তে কুকুরের ব্যবহার চালু করেছে ফিনল্যান্ড। একটি পরীক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে চলতি সপ্তাহ থেকে হেলসিঙ্কি-ভ্যান্টা বিমানবন্দরে যাত্রীদের মধ্যে সম্ভাব্য করোনা আক্রান্তদের চিহ্নিত করতে প্রশিক্ষিত কুকুরের ব্যবহার শুরু হয়েছে। তবে ভাইরাসটি শনাক্তে কুকুরগুলোর সক্ষমতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই সন্দেহভাজন করোনা আক্রান্তদের সংক্রমণের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে করোনা পরীক্ষা করানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, ১৫টি কুকুর ও ১০ জন প্রশিক্ষককে করোনা শনাক্তের জন্য প্রশিক্ষণ দিচ্ছে ফিনল্যান্ডের স্বেচ্ছাসেবকরা। এ প্রকল্পের অর্থায়ন করছে একটি বেসরকারি পশু বিষয়ক হাসপাতাল। কুকুরগুলোর মধ্যে স্পেন থেকে উদ্ধার করা ‘কসি’ নামের একটি ‘øিফার কুকুর’ (গন্ধ শুকে রোগ, মাদক বা বিস্ফোরক চিহ্নিত করতে ব্যবহৃত কুকুর) রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *