ঃ মাসুদ রানা মিঠু
ঝাউডাঙ্গা, সাতক্ষীরা

ধন্য বাংলাদেশ, ধন্য গোপালগন্জ,
ধন্য হলো টুঙ্গিপাড়ার সেই গ্রাম।

যেখানে জন্মেছিল শেখ মজিবুর রহমান।

ধন্য হলো বাংলা মাটি, ধন্য বাংলার জনগন,
যেই মাটিতে যাদের মাঝে বঙ্গবন্ধুর আগমন,
মজিব গর্ব বুকে নিয়ে পদ্মা মেঘনা বহমান,
যেখানে জন্মেছিল শেখ মুজিবুর রহমান।।

যার নামেতে বিশ্ববুকে বাংলাদেশের পরিচয়,
যার গুনেতে বাংলাদেশের স্বাধীনতার সুর্য্যদয়
বাঙ্গালীদের মুক্ত জীবন বঙ্গন্ধুর অবদান।।
যেখান জন্মেছিল শেখ মজিবুর রহমান।।

বিশ্ব নেতা বঙ্গবন্ধু বাংলাদেশের অহংকার,
যেই নেতার না জন্ম হলে বাংলাদেশ হতো আঁধার,
ধন্য মাতা সায়েরা খাতুন ধন্য লুৎফর রহমান,।
যেখানে জন্মেছিল শেখ মজিবুর রহমান।।




Leave a Reply

Your email address will not be published.