কলারোয়া প্রতিনিধি:বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার (১১জুলাই) সকালে প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গন্ধুর নামে একটি ছাগল কুরবানি দেন তিনি। বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, আমাদের পিতা। ১৯৭৫ সালে তাঁকে স্ব-পরিবারে হত্যা করা হয়। তাঁর শিশু সন্তান শেখ রাসেলকেও বাঁচতে দেয়া হয়নি। জাতির পিতার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব তাঁর নামে পশু কুরবানি করা। তিনি আরও বলেন, আমি প্রতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি করে ছাগল কুরবানি দিয়ে আসছি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভালোবাসা আর শ্রদ্ধায় জড়ানো একটি নাম। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত জাতির জনকের নামে পশু কুরবানি অব্যাহত রাখবেন বলে জানান তিনি। সোমবার (১১জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকায় পশু (ছাগল) কোরবানির মাংস গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, পৌর আ,লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, আ,লীগনেতা ইউনুচ আলী,খন্দকার শাহেব আলী, নাহিদ, সঈদুজ্জামান সাহিদ সহ সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও সকল মানুষের ওপর শান্তি ও সৌহার্দ্য বর্ষিত হউক এই প্রার্থনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *