সমাজের আলো : বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান- এই সত্য নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।সোমবার (২০ ডিসেম্বর) একটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
শমসের মবিন চৌধুরী বলেন, দেখুন, বঙ্গবন্ধুকে হত্যার সময় পেছন থেকে একটি সংঘবদ্ধ চক্র দাবার ঘুঁটির চাল চেলেছিল। যারা পরবর্তীতে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছে। আমরা সবাই জানি বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক মধ্যবর্তী সরকার গঠন করেন। আর সেই সরকারের সেনাপ্রধান করা হয় জিয়াউর রহমানকে।প্রকৃত সুবিধাভোগী হিসেবে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের নাম অগ্রভাগে থাকবে। একটা কথা মনে রাখা দরকার- যদি জিয়াউর রহমান খুব বেশি বিশ্বস্ত না হতেন তাহলে খন্দকার মোশতাক তাকে কখনোই সেনাপ্রধানের মতো পদে বসাতেন না।তাই পরিষ্কারভাবেই বোঝা যায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন মোশতাক ও জিয়া।সাবেক এই বিএনপি নেতা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের রেহাই দেওয়ার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল খন্দকার মোশতাক সরকার। পরবর্তীতে জিয়াউর রহমানও বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে ইনডেমনিটি আইন পাশ করে খুনিদের আইনি সুরক্ষা দিয়েছিলেন। ৭৫ পরবর্তী ২১ বছর ধরে বিভিন্ন সরকার বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করে গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *