সমাজের আলো: ঘরটি একেবারে অন্ধকার। সূর্যের আলো পৌঁছানো কঠিন। ঘরজুড়ে বাসি–পচা খাবার, মলমূত্র আর পুরোনো পত্রিকাসহ নানা জিনিসপত্র ছড়ানো–ছিটানো। দমবন্ধ হওয়ার মতো অবস্থা যাকে বলে। এমন ঘরেই দীর্ঘ এক দশক ‘আবদ্ধ’ ছিলেন তিন ভাইবোন। তাঁদের বয়স ৩০ থেকে ৪২ বছরের মধ্যে। অবশেষে গতকাল রোববার তাঁদের উদ্ধার করেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) কর্মকর্তারা। ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যখন ওই ভাইবোনদের উদ্ধার করা হয়, তখন তাঁদের মুমূর্ষু দেখাচ্ছিল। তাঁদের চুল বড় হয়ে জটা ধরে গিয়েছিল। তাঁদের শরীরে মল ও নানান ধরনের ময়লা লেগে ছিল। পরে এনজিও কর্মীরা তাঁদের গোসল করিয়ে দেন। কাটানো হয় চুল–দাড়ি। তাঁদের বাবার সহায়তায় তাঁদের উদ্ধার করে বাস্তুহারাদের নিয়ে কাজ করা এনজিও ‘সাথি সেবা গ্রুপ’–এর কর্মীরা। এনজিওটির কর্মকর্তা জলপা প্যাটেল বলেছেন, রোববার সন্ধ্যায় তাঁদের কর্মীরা দরজা ভেঙে কক্ষটিতে ঢোকেন। কক্ষটিতে সূর্যের আলো পৌঁছায় না। কোনো মানুষ এমন পরিবেশে বেঁচে থাকতে পারেন, তা কল্পনার বাইরে বলে জানান তিনি। প্যাটেল বলেন, প্রায় এক দশক ধরে দুই ভাই অমরিশ ও ভবেশ এবং তাঁদের বোন মেঘনা ওই ঘরে নিজেদের আবদ্ধ করে রাখেন। এই উদ্ধারে সহায়তা করেছেন তাঁদের বাবার। জলপা প্যাটেল বলেন, ওই তিন ভাইবোন এতটাই দুর্বল ছিলেন যে তাঁরা ঠিকমতো উঠে দাঁড়াতে পারছিলেন না। প্যাটেলের ভাষ্যমতে, ওই তিনজনের বাবা জানিয়েছেন, ১০ বছর আগে মা মারা যাওয়ার পর ‘শোকে’ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তাঁরা। এরপর ওই ঘর থেকে তাঁরা আর বের হননি। তাঁদের দ্রুত চিকিৎসা প্রয়োজন। খাবার ও উন্নত মানের চিকিৎসার জন্য ওই তিনজনকে অন্য স্থানে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। ওই তিনজনের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। সন্তানদের সবাই উচ্চশিক্ষিত জানিয়ে তিনি বলেন, ‘আমার বড় ছেলে (৪২) অমরিশ বিএ ও আইনে স্নাতক (এলএলবি) পাসের পর আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিল। আর মেয়ে মেঘনা (৩৯) মনোবিজ্ঞানে স্নাতকোত্তর। আমার ছোট ছেলে (ভবেশ) অর্থনীতিতে বিএ পাস করেছে। সে উদীয়মান ক্রিকেটারও ছিল।’ তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন ১৯৮৬ সালে। ছয় বছর পর তিনি মারা যান। আর তাঁর মৃত্যুর প্রভাব মারাত্মকভাবে পড়ে সন্তানদের ওপর। সেই সূত্র ধরেই আমার সন্তানেরা নিজেদের ঘরের মধ্যে বদ্ধ করে ফেলে।’ তিনি বলেন, প্রতিদিন দরজার বাইরে থেকে খাবার দেওয়া হতো। মানুষজন বলতেন, সন্তানদের তন্ত্রমন্ত্র করেছে তাঁদের আত্মীয়রা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *