ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় বাসস্ট্যান্ডের পাশে ফুটপথে অস্থায়ী ছোট্ট কাঠের তৈরি দোকানে চায়ের ব্যবসা করেন মাসুদুর রহমান রাজু ও তার বাবা শহিদুল ইসলাম৷ তাদের বসবাসের মতো নিজস্ব জায়গা জমি না থাকায় স্ব পরিবার নিয়ে কলারোয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড তুলসীডাঙ্গা গ্রামের কামার পাড়া এলাকায় টিনশেডের ভাড়া বাড়িতে বসবাস করেন৷ পরিবারে মা – বাবা, স্ত্রী, স্কুল পড়ুয়া ৯ বছর বয়সী ছেলে ও সাড়ে চার বছরের মেয়ে রুকাইয়া সুলতানাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল হতদরিদ্র রাজু ৷ কিন্তু নিয়তির নির্মমতায় ছোট্ট শিশু রুকাইয়া হঠাৎ জটিল রোগে আক্রান্ত হওয়ায় পরিবারটি এখন অসহায় হয়ে শিশুর চিকিৎসা সহায়তা পেতে মানুষের দ্বারেদ্বারে ঘুরছে৷
পরিবার সূত্রে জানা যায়, সাড়ে চার বছরের ছোট্ট শিশু রুকাইয়া সুলতানা আড়াই বছর বয়স থেকে কিডনী ও লিভারের জটিল রোগে ভুগছে৷ তার পরিবার চরম দারিদ্রতার নিচে বসবাস করায় উন্নত চিকিৎসা দিতে মেডিকেলে নেয়ার মতো অর্থ ছিল না৷ এলাকাবাসীর সহযোগিতায় বর্তমানে শিশুটি রাজধানীর মেডিকেল হাসপাতালের তৃতীয় তলার ৮ নম্বর বেডে ভর্তি রয়েছে।
শিশুর মা রুপালী খাতুন বলেন, মেয়ের যখন কিডনি ও লিভারের ছাকনির সমস্যা ধরা পড়ে তখন থেকেই তার চিকিৎসা ও পৃথক খাদ্যাভ্যাসের পিছনে প্রতিদিন বাড়তি খরচ হয় ১ হাজার টাকা কিন্তু তার স্বামী ও শশুরের চায়ের ব্যবসা থেকে আয় হয় দৈনিক প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা৷ প্রতিদিনের সংসার খরচ ও প্রতিমাসে মাসে ১ হাজার টাকা ঘর ভাড়া ঘাটতি পড়ে যেত৷ এলাকার মানুষের সহযোগিতা নিয়ে কোন রকম চিকিৎসা সেবা দিয়েছে কিন্তু এখন মেয়ে গুরুতর অসুস্থ তার চিকিৎসার খরচ অনেক বেড়ে গেছে এজন্য সকলের কাছে সহযোগিতা চাইছি৷
শিশুর বাবা চা ব্যবসায়ী মাসুদুর রহমান রাজু বলেন, চোখের সামনে সন্তানের এমন নিদারুন কষ্ট ও অজানা আশঙ্কায় ক্ষণে ক্ষণে হৃদয় কেঁপে উঠছে৷ কোন বাবা-মা কখনো চায় না তার সামনে চিকিৎসার অভাবে সন্তান ছটফট করবে৷ দেশ ও প্রবাসী সকল দয়াবান ব্যক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অসুস্থ শিশুটির জন্য সাহায্য কামনা করেছেন। রুকাইয়ার বিষয়ে সার্বিক খোঁজ-খবর ও সাহায্য পাঠানোর জন্য ০১৮৩৮৬৭৩৬৩৭ (পিতা) এবং মায়ের ০১৩২০৪৭৬৩১১ ( নগদ একাউন্ট) নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তারা।

ছবি ক্যাপশন: ঢাকা মেডিকেল হাসপাতালে অক্সিজেন চলছে কলারোয়ার চা ব্যবসায়ী মাসুদুর রহমান রাজুর মেয়ে রুকাইয়া সুলতানা৷




Leave a Reply

Your email address will not be published.