সমাজের আলো। ।বাংলাদেশসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ফ্রান্স। দেশটি বলছে, ফরাসি নাগরিকদের মধ্যে যারা এসব দেশে অবস্থান করছেন কিংবা ভ্রমণ করতে চান, তাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। খবরে বলা হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ভ্রমণ সতর্কতা প্রকাশ করা হয়েছে। মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শনের পক্ষে প্যারিসের কট্টর অবস্থান ঘিরে মুসলিম দেশগুলোতে ফ্রান্সবিরোধী বিভিন্ন ধরনের বিক্ষোভ ও কর্মসূচির পরিপ্রেক্ষিতে এমন সতর্কতা জারি করেছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় যেসব দেশে অবস্থান বা ভ্রমণে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে, সেসব দেশের মধ্যে রয়েছে— ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরাক ও মৌরিতানিয়া। এর বাইরে তুরস্কে ফরাসি দূতাবাস থেকেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্স ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনামূলক অবস্থান এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ভ্রমণ সতর্কবার্তায় ফ্রান্স বলছে, মুসলিম দেশগুলোতে ওই কার্টুন সম্পর্কিত যেকোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি থাকলে সেগুলো এড়িয়ে চলতে হবে। সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে হবে। পর্যটক বা বিদেশি নাগরিকদের আনাগোনা বেশি— এমন জায়গাগুলোতে যাওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে




Leave a Reply

Your email address will not be published.