সমাজের আলো : ভারতীয় গণমাধ্যম যখনই বাংলাদেশের দ্রুত উন্নয়নের বিস্ময় নিয়ে রিপোর্ট লিখে, তখন আমার প্রথমেই খটকা লাগে। সন্দেহ জাগে। তাই আমি ফিনানশিয়াল পত্র-পত্রিকাগুলোর দিকে নজর রাখি। বুঝতে চেষ্টা করি, ভারত বাংলাদেশের সঙ্গে নতুন কোনো সমঝোতা চুক্তিতে যাচ্ছে কিনা । এবং সত্যি বলতে কি, আমি কখনো প্রকৃত ঘটনা বুঝতে ব্যর্থ হইনি । এধরনের রমরমা খবর তৈরির পেছনের প্রকৃত ঘটনা হলো নতুন চুক্তি করা। সত্যিকার কিছু খবর তৈরির ঘটনা বেশ বিরল। উদাহরণ হিসেবে কয়েক মাস আগের কথা বলা যায় । ভারতীয় সংবাদপত্র হঠাৎ বাংলাদেশ নিয়ে লিখতে শুরু করলো । তারা বলতে শুরু করল যে, একটি ফরাসি ফার্ম বাংলাদেশে একটা নতুন রিফাইনারি করা নিয়ে খুব মেতে আছে। আর এর সহযোগিতায় আছে একটি ভারতীয় ফার্ম। কিন্তু এরপর জুলাই মাসের শেষে যখন ভারতীয় গণমাধ্যম ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ধ্বসে যাওয়ার খবর দেয়া শুরু করলো, আমি তো আগে থেকেই সন্দিহান ছিলাম যে এমন কি ঘটলো, এখন সেটা চায়ের কাপে ঝড় উঠল! এরপরে বোঝা গেল যে, সিলেট বিমানবন্দরের রেনোভেশনের কাজটি পাওয়ার জন্য চেষ্টা করেছিল ভারতীয় নির্মাণ পতিষ্ঠান লারসেন এবং টারবো। কিন্তু তারা দরপত্রে হেরে যায় । এটি পেয়ে যায় বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ। এখন আপনাকে অনেক নিরাপত্তা পরামর্শক বলে দিবে, বাংলাদেশ সরকার ভারতের প্রতি খুবই রেগে আছে। কিন্তু কেন এত রাগারাগি? তার কারণ হলো, বাবরি মসজিদের ধ্বংসস্তূপে অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে । কিংবা আপনাকে বলে দিবে ভারতীয় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসির জন্য খুবই রেগে আছে বাংলাদেশ। আসলে এর কোনোটাই সত্য নয়। সত্যটা হলো শেখ হাসিনার সরকারের অভ্যন্তরে এসব বিষয়ে সরাসরি কোনো উদ্বেগ নেই। তার প্রাথমিক লক্ষ্য হল, গভীরভাবে অজনপ্রিয় হয়ে পড়া দলটি (আওয়ামী লীগ) যাতে ক্ষমতায় টিকে থাকে,সেজন্য প্রয়োজনীয় ভারতীয় সমর্থন জোগাড় করা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *