সমাজের আলো: চোদ্দ বছর আগে, দু’হাজার ছয় সালে আহমেদাবাদ এর কালুপুরা রেলওয়ে স্টেশন এর দফায় দফায় বিস্ফোরণের অন্যতম কিংপিন অবশেষে ধরা পড়লো। গুজরাটের স্পেশাল টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় গ্রেপ্তার করলো দুর্ধর্ষ জঙ্গি, বর্তমানে লস্কর ই তৈবার স্লিপার সেল এর সদস্য আব্দুল রাজা গাজিকে। বাংলাদেশ সীমান্তের কাছে বসিরহাটের দন্দীরহাট বাজারে সে যখন একটি ব্যাংকে ঢুকছিল তখনই গ্রেপ্তার করা হয় তাকে। বাংলাদেশে জঙ্গিদের নিরাপদে পৌঁছে দেয়াটা ছিল তার এসাইনমেন্ট। অতি সম্প্রতি গাজি দুই জঙ্গি আহমেদ কাশ্মীরি এবং ইলিয়াস সমর মেমনকে বাংলাদেশে পৌঁছে দিয়েছে বলে সেদেশের গোয়েন্দাবাহিনীও খবর দিয়েছে। লস্কর ই তৈবার বাংলাদেশ আউটফিটকে নিয়ে চিন্তিত হাসিনা সরকারও। চট্টগ্রাম – কক্সবাজারের দিকে ঘাঁটি গেড়ে তারা ভারতীয় আউটফিটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে খবর। এই আব্দুল রাজা গাজির সাহায্য নিয়ে ভারতের মোস্ট ওয়ান্টেড আবু জুন্দাল বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলেও খবর আছে।

আশা, গাজি ধরা পড়ার পর অনেক তথ্যই প্রকাশ্যে আসবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *