সমাজের আলো : মোটরসাইকেল চালিয়ে কায়রো থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ইসমাইল আবদুল লতিফ ইবরাহিম গাবিস (৬৪) এক মিসরীয় বৃদ্ধ। তিনি প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওমরাহ পালন করেছেন।স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে এ খবর জানায়।জানা যায়, ইসমাইল প্রথমে মক্কায় পৌঁছে গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালন করেছেন। অতঃপর নামাজ আদায় করেছেন। এরপর মদিনায় মসজিদে নববিতে নামাজ আদায় করবেন ও মহানবী (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করবেন।বয়সের বার্ধক্য ইসমাইলকে মোটেও বিচলিত করেনি। এ বয়সেই মোটরসাইকেলে নানা দেশে ভ্রমণ করেন ইসমাইল।এমনকি তিনি আরববিশ্বের বিভিন্ন দেশে মোটর র‍্যালিতে অংশ নিয়েছেন। মিসরীয় মোটরসাইকেল র‍্যালি দলের সদস্য হওয়ার সুবাদে সৌদিসহ বিভিন্ন আরব দেশে অনুষ্ঠিত র‍্যালিতে তিনি অংশ নিতেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *