সমাজের আলো : সয়াবিন তেলের দাম নতুন করে আর না বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। কিন্তু এক সপ্তাহের মাথায় প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৭টাকা বাড়িয়েছে তার মন্ত্রণালয়। ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণার দিনেই বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৫ টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এছাড়া খোলা তেলের দাম বাড়ানো হয়েছে লিটারে ৫ টাকা। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এই দাম জানানো হয়েছে। প্রস্তাবিত দাম অনুযায়ী প্রতিলিটার খোলা সয়াবিন তেল ভোক্তা পর্যায়ে ১৮৫ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৮০ টাকা। আর এক লিটার সয়াবিন তেলের বোতল ২০৫ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৯৮ টাকা। তবে ৫ লিটারের বোতল ৯৯৭ টাকা করা হয়েছে




Leave a Reply

Your email address will not be published.