সমাজের আলো : জিনে শিশু মারুফ হাসানকে (৭) মেরে ফেলেছে বলে প্রচার করে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার আগেই পুলিশ এসে কাফনের কাপড়ে মোড়ানো লাশটি উদ্ধার করে। সন্দেহজনক হওয়ায় পুলিশ শিশুর বাবা, সৎমা ও দুই চাচাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বালিশ চাপা দিয়ে মারুফকে হত্যা করে ‘জিনের ওপর’ দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল। রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিনোদপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। শিশুটির বাবা শাহাজাহান আলী (৪৫) ও সৎমা মুক্তা বেগমকে (২৫) গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার রাতে শিশুর মা মারুফা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সৈবুর রহমান বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৎমা মুক্তা বেগম হত্যাকাণ্ডের সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বামীর সহযোগিতায় গতকাল ভোররাতে বালিশ চাপা দিয়ে শিশু মারুফ হাসানকে তিনি হত্যা করেন বলে জানিয়েছেন। শিশু মারুফ দুষ্টুমি করে—এটা তিনি মানতে পারছিলেন না। এসব ক্ষোভ থেকে শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.