ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:বায়ার সাঁকো রিটেইলারদের নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় ব্যবসায়িক সংক্রান্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার ( ২৭ আগস্ট) দুপুরে উপজেলার হলরুমে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের পরিবেশক সুমন হোসেনের আয়োজন ও সভাপতিত্বে বর্ধিত সভায় কেক কেটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম৷

গত জুলাই থেকে ডিসেম্বর ২০২২ মাসের এ বর্ধিত সভায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৬০ জন বায়ার সাঁকো রিটেইলার সভায় অংশ গ্রহণ করেন৷ এসময় অতিথিরা কৃষকদের ধান চাষাবাদে ক্ষতিকর মাজরাপোকা দমনে নতুন ঔষধ ভায়েগো এর গুরুত্বতা তুলে ধরে উন্নত চাষাবাদের বিভিন্ন বিষয় নিয়ে রিটেইলারদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষণ প্রদান করেন৷

সাবেক ট্রেড ডেভেলপমেন্ট অফিসার আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের যশোর রিজওনাল ম্যানেজার রাশেদুজ্জামান, সাতক্ষীরা জেলা টেরিটরি অফিসার শ্রী সুব্রত কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফয়জুল্লাহ হোসেন, সাতক্ষীরা জেলা মেন্টর জাকির হোসেন, এগ্রি কনসালটেন্ট জিয়ারুল ইসলাম, হুসাইন আহমেদ, ফিল্ড অফিসার হাবিবুর রহমান, নয়ন হোসেন, আলিফ আল মামুন প্রমূখ৷




Leave a Reply

Your email address will not be published.