সমাজের আলো :  ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে দলের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে সিরিজ বৈঠক করেছে বিএনপি। তিন দিনব্যাপী সাড়ে ১৫ ঘণ্টার বৈঠকে দলের বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যতের পরিকল্পনার বিষয়ে হাইকমান্ডের কাছে নিজেদের মতামত দেন নেতারা। আরও বৈঠক হবে কি-না এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে। আজই এ বৈঠকে বসছেন স্থায়ী কমিটির নেতারা।তিন দিন চলা বৈঠকে দলের সামগ্রিক কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়া, ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনা, নতুন নির্বাচন কমিশন ইস্যু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ২০ দলীয় জোটকে সক্রিয়করণ, জামায়াতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ, শিগগিরই মূল দল ও এর অঙ্গ সংগঠনের সকল কমিটি গঠন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নেয়া এবং যুগপৎ আন্দোলনের বিষয়ে দলের হাইকমান্ডের কাছে মতামত প্রকাশ করেন নেতারা।এসব বিষয়ে গত দু’দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতার সঙ্গে কথা হয় মানবজমিনের। তারা জানান, দলের জন্য নিজেরা কতটা সক্রিয় রয়েছেন। আর আগামী দিনেও তারা কতোটা প্রস্তুত রয়েছেন যেকোনো দায়িত্ব পালনের জন্য।এসব বিষয়ে মূলত নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছে। শীর্ষ নেতারা বলছেন, দলের বিভিন্ন সারির নেতাদের সঙ্গে ‘চিন্তা বিনিময়ের’ ফলে বিএনপিতে নতুন উদ্যম সৃষ্টি হয়েছে। যা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে শক্তি জোগাবে, উপকৃত হবে বিএনপি।স্থায়ী কমিটির এক সদস্য মানবজমিনকে বলেন, সবার বক্তব্যেই আন্দোলন নামার বিষয়টি উঠে এসেছে। আমরা সকল নেতাদের উদ্দেশে বলেছি, নির্বাচন নিয়ে কোনো আলাপ হবে না। আমাদের কারও বক্তব্যে যেন নির্বাচন নিয়ে কোনো কথা না আসে। আওয়ামী লীগের নির্বাচনের ফাঁদে আমাদের পড়া যাবে না। আমাদের সংগঠনকে শক্তিশালী করে আগে নিরপেক্ষ সরকার আদায় করতে হবে।
দায়িত্বশীল এক নেতা জানান, বৃহস্পতিবারের বৈঠকে মূলত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা কে কী করেছেন, সে বিষয়টিকেই প্রাধান্য দিয়েছেন। তারা আগামী দিনে কমিটিতে পদ নিশ্চিতের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। নেতাদের কেউ-কেউ প্রয়োজনে ‘রক্ত’ দেয়ার কথা বললেও শীর্ষ নেতৃত্ব থেকে তা নিরুৎসাহিত করে ‘কমিটমেন্ট নিয়ে কাজ’ করার পরামর্শ দেয়া হয়েছে।

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *