সমাজের আলো: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে স্মরণ করেছে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সাতক্ষীরা-খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, ডিবিসির এম জিললুর রহমান, আমিরুজ্জামান বাবু প্রমুখ। অপরদিকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলার সভাপতি ইমাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাভলু, আমিনুর রহমান, সাংগাঠনিক সম্পাদক শেখ জামাল হোসেন বকুল, এড. সুনীল ঘোষ, নাজমা খাতুন, মনিরা পারভীন, ময়না খাতুন, স্বরসতী বন্দ্যোপাধ্যায়সহ নেতৃবৃন্দ। এছাড়া জেলা সৈনিক লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা অপরাধ দমন বিভাগের (সিআইডি) পদস্থ কর্মকর্তারাও উপিস্থিত ছিলেন। এদিকে রাত ১১টা ৫৫ মিনিটে পুষ্পস্তবক করেন সাতক্ষীরা সদর এমপি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *