সমাজের আলো : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎ থেকে লাগা আগুনে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। পোড়া জিনিস সেই দুর্ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎ থেকে লাগা আগুনে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। পোড়া জিনিস সেই দুর্ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেদিনার মাহমুদ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১১ নম্বর সেক্টরের বাসিন্দা মাসুম মিয়া। তিনি ইজিবাইকচালক। বুদ্ধিপ্রতিবন্ধী দুই সন্তান আর স্ত্রী নিয়ে খেয়ে না–খেয়ে দিন কাটে তাঁর। অন্যের জমিতে ঘর বেঁধে পেতেছিলেন দুঃখ–সুখের সংসার। মাসুমের সেই ঘরের ওপর দিয়েই চলে গেছে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন। মাসুমের সামর্থ্য ছিল না ঘরে বিদ্যুৎ–সংযোগ নেওয়ার। অথচ সেই বিদ্যুতের আগুনেই পরিবারসহ পুড়ে মরলেন তিনি। গতকাল শুক্রবার রাতে ডেসকো ও পল্লী বিদ্যুতের সঞ্চালন সংযোগে লাগা আগুনে পুড়ে মারা গেছেন মাসুম মিয়া (৪০), তাঁর স্ত্রী সীমা আক্তার(৩৩) ও দুই বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে আবদুল্লাহ (১৭) ও রহমতুল্লাহ (১০)। ঘরের বাইরে থাকায় প্রাণে বেঁচেছেন মাসুমের একমাত্র মেয়ে মাহফুজা আক্তার (২০)। আবদুল্লাহ ও রহমতুল্লাহর জীবন কেটেছে শেকলে বাঁধা অবস্থায়। সন্তানদের ভালো–মন্দ বোঝার জ্ঞান নেই। তাদের চোখে চোখে রাখতে দুই সন্তানকে ঘরের ভেতর শেকলবন্দী করে রাখতেন মাসুম–সীমা দম্পতি। গতকালও তারা শেকলবন্দী ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই শেকলবন্দী অবস্থায় আগুনে পুড়ে মরেছে আবদুল্লাহ। রহমতুল্লাহও সুযোগ পায়নি ঘর থেকে বের হওয়ার। আর সন্তানদের বাঁচাতে গিয়ে পুড়ে মরেছেন মাসুম ও সীমা। স্বামীর সঙ্গে রূপগঞ্জের মুড়াপাড়ায় থাকেন মাসুম-সীমা দম্পতির মেয়ে মাহফুজা। গতকাল এসেছিলেন বাবার বাড়িতে। আগুন লাগার পরপরই দৌড়ে ঘর থেকে বের হন তিনি। তারপর আর ঘরে ফেরা হয়নি। চোখের সামনে পুড়ে মরতে দেখেছেন বাবা, মা আর ভাইদের। তারপর থেকেই তিনি নির্বাক। শূন্যদৃষ্টিতে তাকিয়ে আছেন পোড়া ঘরের দিকে, কয়েক ঘণ্টা আগেও যে ঘর প্রাণবন্ত ছিল মাহফুজার প্রিয়জনদের হাসি–উল্লাসে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *