সমাজের আলো : উপসহকারী পরিচালক শরিফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপন বাতিলসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন দুর্নীতি দমন কমিশন-দুদক কর্মকর্তারা। দুদকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো। বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধনে যোগ দিয়ে তারা জানান, স্বাধীন সংস্থা হলেও তদন্তকারী কর্মকর্তা হিসেবে নানা হয়রানির শিকার হচ্ছেন। যার বলি হয়েছেন শরীফ উদ্দীন।

দুদকের অপসারিত এ কর্মকর্তা সবশেষ পটুয়াখালীতে কর্মরত ছিলেন। এর আগে, চট্টগ্রামে দায়িত্ব ছিলো তার। দক্ষ কর্মকর্তা হিসেবে শরীফ তখন ৫২টি মামলা করেন বিভিন্ন ঘটনায়। বিশেষ করে কক্সবাজারে ভূমি অধিগ্রহণের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা উদঘাটন ও অনুসন্ধান করেছেন তিনি। এর পরপরই তাকে বদলি করে দেয়া হয় চট্টগ্রাম থেকে।

দুদক কর্মকর্তারা বলছেন, এমন ঘটনা দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতার সমার্থক। এসব দাবি নিয়ে সকালে দুদক সচিবের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। তবে, আইন মেনেই শরিফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *