সমাজের আলো : গ্রুপ পর্বের লড়াই শেষে এবার মরুর বুকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ব্যাট-বলের যুদ্ধ। যেখানে পাওয়া যাবে বিশ্বকাপের আসল আমেজ। প্রথম দিনই মাঠে নামছে চার দল। প্রথম ম্যাচে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ আর ইংল্যান্ড।শনিবার (২৩ অক্টোবর) গ্রুপ ওয়ানের প্রথম হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লে সঠিকভাবে কাজে লাগিয়ে ইতিবাচক খেলার প্রত্যয় অজিদের। অন্যদিকে, জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় প্রোটিয়ারাও। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি অজিরা। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে অধরাই থেকে যায় অস্ট্রেলিয়ার শিরোপা স্বপ্ন। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তবে অজিদের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তার কারণ। সবশেষ ১০ ম্যাচের ৮টিতে হেরেছে দলটি। অ্যারন ফিঞ্চ বলেন, ‘প্রতিটি ম্যাচে আমরা ‘পাওয়ার প্লে’কে গুরুত্ব দিচ্ছি। ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে, সেটি জয়ের পথে বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিন আমরা খেলার সুযোগ পাইনি। তারপরও ইতিবাচক ক্রিকেট খেলে জয়ের লক্ষ্য আমাদের।’




Leave a Reply

Your email address will not be published.