সমাজের আলো : বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে সুপার টুয়েলভ নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন মাহমুদউল্লাহ।পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হওয়ার পর টাইগার কাপ্তান বলেন, ‘আমরাও মানুষ, আমাদের অনুভূতি কাজ করে। আমাদের পরিবার আছে। বাবা-মায়েরা টিভির সামনে বসে থাকে খেলা দেখার জন্য, সন্তানরা বসে থাকে। আমরা খারাপ খেললে তারা মন খারাপ করে। ফেসবুক এখন হাতের কাছে, সবারই মোবাইল আছে। সমালোচনা তো হবেই। কিন্তু সমালোচনার মাধ্যমে যখন কেউ কাউকে ছোট করে ফেলে তখন এগুলো খুব খারাপ লাগে।’

সব খেলোয়াড়কে নিয়েই সমালোচনা হয়েছে। তবে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ সবচেয়ে সিনিয়র বিধায় তাদেরই তীরের বাণে বিদ্ধ করা হয়েছে বেশি। এসবের জবাবে রিয়াদ বলেন, ‘আমাদের তিনজন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমরা তো চেষ্টা করেছি, এমন না যে আমরা চেষ্টা করিনি। হয়তোবা রেজাল্ট আমাদের পক্ষে আনতে পারেনি। সমালোচনা পাওয়া অবশ্যই আমাদের কাম্য, সমালোচনা হবেই। কিন্তু আরেকটু যদি স্বাস্থ্যকর হয়, আমার মনে হয় সবার জন্যই ভালো।’

এদিকে, দল নিয়ে যে সমালোচনা করেছেন বোর্ড প্রধান সে ব্যাপারে তিনি এখনো অনড়। শুক্রবার (২২) সময় নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্কটল্যান্ডের মতো আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশ অসহায় আত্মসমর্পণ করেছে। এমন খেলা অপ্রত্যাশিত। ম্যাচ হারের পর যা বলেছি, আমি ওই কথায় এখনো অনড় আছি।’

পাপন বলেন, সে (মাহমুদউল্লাহ) বলেছে যে, তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু কেউই এটা করেনি। আর আমি ছাড়া আর প্রশ্ন তুলবেই বা কে! এছাড়া বলা হয়েছে যে, তাদেরকে নাকি ছোট করে কথা বলা হয়েছে। আমার মনে হয় সে এটা আবেগী হয়ে বলছে। কারণ আমরা এর আগেও দেখেছি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট চলাকালেই সে হুট করে অবসরের ঘোষণা দিল। যেটা কোনো পেশাদারিত্বের মধ্যে পড়ে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *