সমাজের আলো : বিশ্বের সবচেয়ে দামি আমের প্রজাতির মধ্যে অন্যতম জাপানের মিয়াজাকি। সেই আমই ভারতের মাটিতে ফলিয়েছেন মধ্যপ্রদেশের এক দম্পতি। সেই আম যাতে চুরি না যায় তাই পাহারায় থাকে ৩ জন নিরাপত্তারক্ষী ও ৬টি কুকুর।

দুবছর আগে সংকল্প পরিহার ও রানি পরিহার এই আম গাছ লাগান। তবে গাছ লাগানোর সময় তারা জানতেন না এই আম এতটা দামি। আন্তর্জাতিক বাজারে এ আমের মূল্য প্রতি কেজিতে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এজন্য সোনার মতো দামি এ আমের নিরাপত্তায় রক্ষী রাখতে হয়েছে পরিহার দম্পতিকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *