যশোর অফিস :  মাদ্রাসায় চাকরি দেয়ার নামে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শ্বশুর ও ভাইরা ভাইয়ের নামে মামলা
মাদ্রাসায় সহকারি শিক্ষক পদে চাকরি দেয়ার নামে ৮ লাখ টাকা আত্মসতের অভিযোগে শ্বশুর ও ভাইরা ভাইয়ের নামে যশোর আদালতে মামলা করেছেন এক জামাই। রোববার সদরের হাটবিলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আজগর আলী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো সদরের সিরাজসিঙ্গা গ্রামের জহির উদ্দিন গাজীর ছেলে আব্দুল হালিম ও ছৌগাছার আন্দারকোটা গ্রামের মঞ্জুরুল হকের ছেলে সাইদুর রহমান চয়ন।
মামলার অভিযোগে জানা গেছে, আজগর আলীর শ্বশুর আসামি আব্দুল হালিম ও ভাইরা ভাই সাইদুর রহমান চয়ন। তিনি ডাচ বাংলা ব্যাংকের রাজারহাট এজেন্ট ব্যাংকে কর্মরত আছেন। শ্বশুর আব্দুল হালিম কুয়াদা দারুস সুন্নাহ ফালিজ মাদ্রসার সহসভাপতি নির্বচিত হয়েছেন। ভাইরা ভাই সাইদুর ও আব্দুল হালিম তার জামাই আজগর আলীকে তার মাদ্রাসায় সহকারি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *