সমাজের আলো: করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়তেছে করোনা শনাক্ত আর করোনায় মৃত্যু। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত একদিনে এক হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬ হাজার মানুষ। এর পরের অবস্থানে আছে ব্রাজিল, দেশটিতে ৬২২ জন মারা গেছেন ২৪ ঘণ্টায়, আর আক্রান্ত প্রায় ২৪ হাজার। রাশিয়ায় ৩৮৯ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত প্রায় ২০ হাজার মানুষ। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি এবং মারা গেছেন ৩৮৫ জন। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশগুলোতেও আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।




Leave a Reply

Your email address will not be published.