সমাজের আলো : সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি বাঁচায় এই শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলার আয়োজনে গাছের চারা রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫জুন) বেলা সাড়ে ১১টায় সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের বিভিন্ন স্থানে এসব গাছের চারা রোপণ করা হয়।

গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি শেখ এজাজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল প্রমূখ।এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সিনিয়র রোভার মেট রজনী সুলতানা, সাবিত্রী পাল প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.