সমাজের আলো : তুরস্কে বিষাক্ত মদ্যপানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পর্যটন নগরী ইস্তাম্বুলে মারা গেছেন সাতজন। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।দেশটিতে মদ উৎপাদনের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করায় ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মদপানে নিরুৎসাহিত করেন। এ ছাড়া দেশটিতে মদের ওপর শুল্ক আরোপের পরিমাণ বেড়ে যাওয়ায় ভেজাল মদ উৎপাদন বেড়েছে।এ ব্যাপারে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *