সমাজের আলো : কাপড়ে মুখ ঢেকে হঠাৎ বরমঞ্চে উঠে যান এক নারী এবং বরকে জুতাপেটা করতে শুরু করেন। বিয়ের অন্যান্য সব রীতিনীতি সম্পন্ন হয়েছে, বাকি কেবল মালা বদল। ঠিক তখনই জুতাপেটা খেয়েছেন বর। তবে অপরিচিত কেউ বরকে জুতাপেটা করেননি, করেছেন স্বয়ং বরের মা। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের হমিরপুর জেলার ভরুয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেটি ভাইরাল হয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’এর এক প্রতিবেদনে বলা হয়, হমিরপুর জেলার ভরুয়ার বাসিন্দা উমেশ চন্দ্র প্রতিবেশী যুবতী শিবানীকে রেজিস্ট্রি করে বিয়ে করেন। শিবানী ছিলেন ভিন্ন জাতের। তাই এই বিয়ে নিয়ে মোটেও সন্তুষ্ট ছিল না উমেশের পরিবার। তবে বিয়ের পর একসঙ্গেই থাকছিলেন উমেশ ও শিবানী। এরই মধ্যে রেজিস্ট্রি বিয়ে পছন্দ নয় জানিয়ে শিবানির পরিবার গত শনিবার (৩ জুলাই) সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। বিয়েতে গেস্ট হাউস ভাড়া করা হয়। কার্ড ছাপিয়ে পরিচিত এবং আত্মীয়দের জানানো হয় আমন্ত্রণ। তবে বিরোধিতার আশঙ্কায় উমেশের বাবা-মা আমন্ত্রণ করেনি শিবানির পরিবার। প্রথমে সবকিছু ঠিকঠাক হলেও বিয়ের রাতে বাধে বিপত্তি।




Leave a Reply

Your email address will not be published.