সমাজের আলো। ।প্রথম স্বামীর বাড়িতে অন্তরা খাতুন (২৬) নামে এক নারী আত্মহত্যা করেছেন। অন্তরা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রবিবার বিকেলে রাজশাহী নগরীর উপশহর পানির ট্যাংকি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অন্তরা খাতুন আলীগঞ্জ এলাকার বাদশার মেয়ে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্তরার প্রথম স্বামী পারভেজ রাসেল জানায়, গত ৩ বছর আগে তাদের তালাক হয়। অন্তরা বাবার বাড়ি নগরীর আলীগঞ্জ এলাকায় চলে যান। দাম্পত্য জীবনে তাদের ফারিহা আরফা (৬) নামে কন্যা সন্তান আছে
