আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরায় সাতক্ষীরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, সাতক্ষীরা শহরের নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ জাহিদ হাসান রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয় তাকে প্রাথমিকভাবে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার উন্নতি না হওয়ায় হেলিকপ্টার যোগে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর রাত ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত শিক্ষক জাহিদ হাসান সাতক্ষীরা শহরতলীর বাঁকাল এলাকার মোকাররম আলীর ছেলে এবং নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। এলাকাবাসি জানান, শিক্ষক জাহিদ হাসান রবিবার দুপুরে তার মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে বাঁকাল এলাকা থেকে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে বাঁকাল মার্কাস মসজিদ সংলগ্ন এলাকার মোড় থেকে মেইন রোডে ওঠার পর একপাশে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় দ্রুতগামী একটি ইজিবাইক ধাক্কা দেয় তাকে। এতে মোটরসাইকেল থেকে সড়কের পাশে সাইনবোর্ড স্থাপনের জন্য কংক্রিটের থাম্বার উপর পড়ে যান। থাম্বায় থাকা রড বিদ্ধ হয় শিক্ষক জাহিদের ঘাড়ে। একই সাথে তার বুকের পাজরও ভেঙে যায়। স্থানীয় তাকে উদ্ধার করে সাথে সাথে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় বিকেল ৫টার দিকে একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি মারা যান। অপর দিকে রাত ৯টার পরে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ওই ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপার মো‌ঃ রিয়াজ হোসেন (২০) খুলনা জেলার খালিশপুর থানার কাশিপুর এলাকার বাসিন্দা। রবিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিনেরপোতা কামরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার এস আই দেব কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করে তেলবাহী ট্রাকের চালক একই এলাকার জব্বার হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম (৩৫) কে আটক করে। পুলিশ জানায়, তেলবাহী ট্রাকের চালক পার্কিং করার সময় অসাবধানতা বশত এ দুর্ঘটনা ঘটে। তেলবাহী ট্রাকের চালককে আটক এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *