সমাজের আলো : মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন বর ফারুক আলী (ডানে), ঘটক কচির আলী ও ভুয়া সাংবাদিক সামছুল ইসলাম (বামে)।সিলেটের বিশ্বনাথে প্রতারণা করে বিয়ে করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বর, ঘটক ও এক ভুয়া সাংবাদিক। গতকাল সোমবার রাত ৮টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূষণী গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশের কাছে মুচলেকা ও কনেপক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে ছাড়া পান তারা।
আটক তিন ব্যক্তি হলেন উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের জুনাব আলীর ছেলে বর ফারুক আলী (৩৯), একই গ্রামের শওকত আলীর ছেলে সাংবাদিক পরিচয়দানকারী সামসুল ইসলাম (৪০) ও খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে ঘটক কচির আলী (৩৮)।সূত্র জানায়, ঘটক কচির আলীর মাধ্যমে পূষণী গুচ্ছ গ্রামের স্থানীয় এক বাসিন্দার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় ফারুক আলীর। সময় নির্ধারণ হয় গতকাল সোমবার রাতে। বিয়ের সব আয়োজন সম্পন্নও করে কনেপক্ষ। নির্ধারিত সময়ে ঘটক কচির আলী ও ভুয়া সাংবাদিক সামসুল ইসলামকে সঙ্গে নিয়ে কনের ঘরে আসেন বর ফারুক আলী।কনের পিতা হানিফ আলী জানান, বিয়ের আগ মূহুর্তে তারা জানতে পারেন বর ফারুক আলী বিবাহিত। তার সন্তানও রয়েছে। অথচ বিয়ের আলাপকালে বিষয়টি বর গোপন রাখেন। তার স্ত্রী-সন্তান আছে জেনে তারা বুঝতে পারেন তিনি প্রতারণায় আশ্রয় নিয়ে তার মেয়েকে বিয়ে করতে এসেছেন। তাদের সঙ্গে থাকা সাংবাদিক পরিচয়দানকারী সামসুল ইসলামও সাংবাদিক নন। ভুয়া সাংবাদিক। পরে তাদের আটকে রেখে স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিনকে বিষয়টি জানান তারা।




Leave a Reply

Your email address will not be published.