সমাজের আলো : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দূর্যোগ ব্যবস্থাপনা ও এসওডি এর আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ জুন ২০২২) বেলা ১১ টায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিতব্য উক্ত কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দর রউফ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বাংলাদেশে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ইউএসএআইডি’র এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রম এর প্রজেক্ট অফিসার দীপঙ্কর সাহা’র সার্বিক পরিচালনায় উক্ত কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৪২ জন সদস্য অংশ নেন। এসময় অত্র ইউনিয়ন পরিষদের সচিব মো. রিয়াজুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা উমা রাণী মল্লিক, ইউপি সদস্য মুকুন্দ পাইক, ইউপি সদস্য বিকাশ মন্ডল, ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক ও সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ, মো. আব্দুল হাকিম গাজী সহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের উল্লেখিত ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও সদস্যাবৃন্দ, ওয়ার্ড ভিশনের খগেন্দ্র নাথ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.