সমাজের আলো: গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে শ্যামনগরের মাসুদ মোড়ে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। তখন স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বেচ্ছাশ্রমে কাজ করে রিং বাধ দিয়ে এলাকায় পানি প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে এলাকাবাসী। পরবর্তীতে ভাঙ্গন কবলিত ক্লোজারগুলো আটকাতে বালু দিয়ে ভরাট করা হয়। সম্প্রতি রিং বাঁধগুলো স্থায়ী করতে বুড়িগোয়ালিনীর দাতিনাখালীর মাসুদ মোড়ে পাউবোর পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে। তবে অভিযোগ, পাউবো নতুন রিং বাঁধ নির্মাণ করছে বালুর উপর মাটি দিয়ে। এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও পাউবোর কর্মকর্তারা প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা ও হামলার ভয় দেখিয়ে বালুর উপর মাটি দিয়ে রিং বাঁধ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, পাউবোর সেকশন অফিসার শাহানাজ পারভীনের উপস্থিতিতে বালুর উপর মাটি দিয়ে রিং বাঁধ দিতে শুরু করলে স্থানীয় সচেতন মহল প্রতিবাদ করে। এ ঘটনায় পাউবোর সেকশন অফিসার শাহানাজ পারভীন ক্ষিপ্ত হয়ে স্থানীয় জিল্লুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ করেছেন। জিল্লুর রহমান বলেন, আমার বাড়ির উপর দিয়ে রাস্তা দিচ্ছে। এ জন্য বালুর উপর মাটি দিলে আমি নিষেধ করলে আমার নামে মামলা দিয়েছে। স্থানীয় মিজানুর মোড়ল বলেন, অনেক প্রত্যাশার পরে রিং বাঁধের কাজ শুরু করলেও যেভাবে বালুর উপর মাটি দিয়ে রিং বাঁধ দেওয়া হচ্ছে, এক বছরের মধ্যে রিং বাঁধের নিচে থেকে বালু সরে আবার ভেঙ্গে যাবে। ওজি মোড়ল বলেন, বালু উপর মাটি দিয়ে রিং বাঁধ দেওয়ার প্রতিবাদ করতে গিলে পাউবোর লোকজন মামলা হামলার ভয় দেখায়। সংশ্লিষ্ট ঠিকাদার শাহিনুর রহমান বলেন, পাউবোর এস্টিমেট অনুযায়ী কাজ করা হচ্ছে। বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান ভবোতষ কুমার মন্ডল বলেন, বালুর উপর দিয়ে রিং বাঁধ দেওয়ার বিষয়টি শুনেছি। যদি এভাবে রিং বাঁধ করে তাহলে আবার ভেঙ্গে যাবে। সরেজমিনে পরিদর্শন করে তদন্ত পূর্বক পাউবোর ঊধ্বর্তন কর্মকর্তাদের জানিয়ে ব্যবস্থা নেয়া হবে। পাউবোর সেকশন অফিসার উপসহকারী প্রকৌশলী শাহনাজ পারভীন বলেন, বালুর উপর দিয়ে রিং বাঁধ দিতে আমরাও চাই না। কিন্তু জায়গা না থাকলে তো বালুর উপরই বাঁধ দিতে হবে। স্থানীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগের বিষয়ে তিনি বলেন, স্থানীয় জিল্লুর রহমানসহ তার দলবল আমাদের কাজ বন্ধ করে দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে কারণেই থানায় অভিযোগ করেছি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *