সমাজের আলো: সোমবার বিকালে শ্যামনগর উপজেলার নুরনগর ইউপির কুলতলী গ্রামের স্ত্রী হামিদা খাতুন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।তিনি বলেন, তার বাড়ির সামনে সরকারি জায়গা নদীর চর যেন না ভেঙে যায় সে কারণে অনেক চারা গাছ রোপন করেন। কিন্তু সরকারি জায়গা দখলকারী দুর্বৃত্তরা তার লাগানো চারাগুলো ভেঙে নষ্ট করে দেন।গত ২২ আগস্ট দুর্বৃত্তরা লাগানো চারাগুলো কেটে ফেলতে থাকলে তিনি বাঁধা দিলে তার উপর চরমভাবে ক্ষেপে যায় এবং তাদের হাতে থাকা ধারালো দা, লাঠি সোঠা দিয়ে তার ঘরের মধ্যে হতে টেনে হিচড়ে এলাপাতাড়ীভাবে মারপিট করে। শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে এবং আসবাবপত্র ভাংচুর করে বলে লিখিত বক্তব্যে বলেন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *