সমাজের আলো: বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে একান্তে পাওয়ার প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিনের বিরুদ্ধে। ওই ছাত্রীর বেতন মওকুফের আবেদন কার্যকর করতে এই অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রী প্রমাণসহ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন তারা। অন্যান্য শিক্ষার্থীরা আন্দোলনের হুঁশিয়ারি দিলে কর্তৃপক্ষ গত ২৪ ডিসেম্বর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে আবেদন গ্রহণ করে।তবে বিষয়টি ধামাচাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছেন অন্যান্য শিক্ষার্থীরা। গত নভেম্বর মাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়ি পিরোজপুর। জানা যায়, করোনাকালে নার্সিং ইনস্টিটিউটের পুরো বেতন পরিশোধ করতে পারেননি ওই ছাত্রী। বকেয়া বেতনের জন্য ম্যাসেঞ্জার গ্রুপে তার উপর চাপ প্রয়োগ করছিলেন ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন। এই মুহূর্তে বেতন পরিশোধ করতে পারবে না বলে জানায় ওই ছাত্রী। এ নিয়ে নানা কথাবার্তার এক পর্যায়ে বেতন মওকুফ করে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন ওই ছাত্রীকে তার সাথে একান্তে দেখা করতে বলে। কিছু পেতে হলে কিছু দিতে হবে জানান ওই কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *