সমাজের আলো ঃ যশোরের বেনাপোলে অবৈধ ভাবে বালি উত্তোলনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এই অভিযান পরিচালনা করেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে একটি বালু তোলা ভেকু মেশিন রেখে পালিয়ে যায় বালু উত্তোলন কারীরা। তবে উত্তোলনকৃত প্রায় ৬০ হাজার সিএফটি বালু এবং বালু তোলার মেশিনটি জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, বেনাপোল গয়ড়া গ্রাম থেকে প্রায় ৬০ হাজার সিএফটি বালু জব্দ করেছি। জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে। এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে অংশ নেন বেনাপোল পোর্ট থানা পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা।




Leave a Reply

Your email address will not be published.