বেনাপোল প্রতিনিধি : যশোর প্রতিনিধি আজ রোববার সকালে যশোরের বেনাপোলে ইমিগ্রেশনে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে দেয়া হয়েছে। তার নাম আরিফুল ইসলাম।সকালে ইমিগ্রেশন পুলিশের কাছে স্হানীয় প্রত্যক্ষদর্শিরা আরিফুল ইসলামকে তুলে দেয়। আরিফুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর থানার বোয়ালিদহা গ্রামের আবু জাহিদের ছেলে।তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অফিসের ইনচার্জ এডি ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদে জানতে পারি আরিফুল ইসলাম নামে একজন এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভেতর ঘুরাঘুরি করছে।

এমন সংবাদে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ ও ওসি তদন্ত ইলিয়াস হোসেনসহ ইমিগ্রেশনের পুলিশ ও এনএসআইয়ের টিম ইমিগ্রেশন ভবনের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতের ভিসাসহ একটি পাসপোর্ট পাওয়া যায়।




Leave a Reply

Your email address will not be published.