যশোর অফিস: বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণসহ রিয়াদ হোসেন (২৫) নাকে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার ( ১৭ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা পুটখালি সড়ক থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। আটককৃত আসামি হলেন, বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বালুন্ডা সড়ক দিয়ে পুটখালি সীমান্তে যাবে। এসময় বালুন্ডা পুটখালি সড়কে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক যুবকে গতি রোধ করা হয়। এসময় যুবকের হাতে থাকা একটি ব্যগের মধ্যে থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় রিয়াদ হোসেনকে আটক করা হয়। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এবং আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।




Leave a Reply

Your email address will not be published.