শহিদ জয় যশোর: বেনাপোল স্থল বন্দরে সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে  ত্রাসের রাজ্য কায়েম করছে বেনাপোল স্থল বন্দরের আলোচিত সমালোচিত ট্রাফিক পরিদর্শক এনামুল হক মোল্লা। প্রায় একযুগ ধরে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড-৩১ নিজের দখলে রেখে নানা ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। নিজে ট্রাফিক পরিদর্শক হলেও এডি আতিকুলের ঘর দখল করে বসে আছেন। এছাড়া সরকারী বদলি আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বহাল তবিয়তে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন ইচ্ছে খুশি মত। বদলি হলে কয়েকদিন তিনি গাঁ ঢাকা দেন। পরে আবার একই স্থলে এসে একই অপকর্ম শুরু করেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থলবন্দরের কর্মকর্তা,কর্মচারী, আমদানীকারক, রফতানী কারক সহ সংশ্লিষ্ট সবাই। অবিলম্বে তার অপসরণের দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর প্রধান কার্যলয় থেকে পরিচালক(প্রশাসন) প্রদোষ কান্তি দাস স্বাক্ষরিত এনামুল হক মোল্যার বদলি আদেশ আসে। যার স্মারক নং(১৮.১৫০.০১৯.২০.০০.০০২.২০১২)। আদেশে তাকে ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড ৩১ থেকে তাকে বেনাপোল বন্দরের ৩৯ নং গোদামে বদলি করা হয়। এ গুদামে গুদামজাতকরণ ও বিতরণ ছাড়া তেমন কোনো কাজ না থাকায় তিনি কিছুতেই সেখানে যেতে রাজি হননি। বিষয়টি নিয়ে উর্দ্বোতন কর্মকর্তাকে হুমকিও দেন তিনি। বদলি আদেশের পর তিনি ডিসেম্বরের শেষের দিকে ঢাকার প্রধান কার্যালয়ে যান । সেখান থেকে বেনাপোলে ফিরে আসেন চলতি বছরের জানুয়ারীর শেষে। অথচ এসময়ে তিনি বেনাপোল স্থল বন্দরে অবস্থান না করে ও কোনো কাজ না করেই বেতনের সাথে ওভারটাইমের টাকা হাতিয়ে নেন। বিষয়টি নিয়ে বন্দরে সমালোচনার ঝড় উঠে। সূত্র জানায়, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড-৩১ দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি রফতানি মালামালের প্রধান ট্রানজিড। এখান থেকে গাড়ি প্রতি এনামুলকে উৎকচ না দিলে বিভিন্ন পণ্য খালাশ হয়না। এছাড়া তার মনমত উৎকোচ দিলে সরকারী রাজস্বও দেয়া লাগেনা । আমদানী কৃত বিভিন্ন ফল, টমেটো,কাচাঁ ঝাল, মাছ, শুটকি মাছ, পিয়াজ রসুন, শুখনো ঝাল সহ বিভিন্ন পণ্য খালাশের জন্য সরকারী রাজস্ব প্রদানের পর ট্রাফিক পরিদর্শক এনামুলকে অতিরিক্ত টাকা না দিলে দিনের পর দিন মনগড়া অজুহাতে পণ্য আটকে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবাক ব্যাপার হচ্ছে বেনাপোল বন্দরে বর্তমানে সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *