সমাজের আলো : দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা সাতক্ষীরায় বার বার ঘূর্নিঝড় ও জলোচ্ছ্বাসে জীবন ও সম্পদ রক্ষার জন্য যথেষ্ট সংখ্যক ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র নেই। যে ১৪৭টি আশ্রয়কেন্দ্র রয়েছে তার ধারনক্ষমতাও অপ্রতুল। এমনকি আশ্রয়কেন্দ্রগুলিও অস্থায়ী বসবাসের জন্য অনুপযোগী। বেসরকারি সংস্থা ‘লীডার্স’ পরিচালিত এক জরিপে এসব তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয় সাতক্ষীরার আশাশুনির শ্রীউলাতে ৫ শতাংশ, বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১৭ শতাংশ এবং কয়রার বেতকাশি ইউনিয়নে ৩৬ শতাংশ মানুষ ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবহার করার সুযোগ পায়।

তবে এসব আশ্রয়কেন্দ্রে শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী বিশেষ করে গর্ভবতী মা এবং শারিরীকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য এইসব আশ্রয়কেন্দ্র মোটেও উপযুক্ত নয়। জরিপে আরও বলা হয়, আশ্রয়কেন্দ্র গুলিতে পয়ঃনিষ্কাশন, খাদ্য ও পানি এবং উপদ্রুত এলাকা থেকে লোকজনকে নিয়ে আসার সুযোগ খুবই অপ্রতুল। আর এই কারনে উপকূলীয় মানুষ প্রবল দুর্যোগের মধ্যেও ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্রে না যেয়ে নিজেদের বাড়িতেই থাকা স্বাচ্ছন্দ্য বোধ করে। বিশেষ করে যাদের দালানবাড়ি রয়েছে এবং যাদের বাড়িঘরের অবস্থান কিছুটা ভালো জায়গায় তারা কোনভাবেই তাদের পারিবারিক সম্পদের মায়া ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে অনাগ্রহী। সাতক্ষীরার সাংবাদিক ঐক্য মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনজনিত অধিপরামর্শ ফোরাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্যসচিব মাধব চন্দ্র দত্ত।

এসময় ফোরাম নেতা অধ্যক্ষ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির এ্যাড. ফাহিমুল হক কিসলু, লিডার্সের পরিতোষ কুমার বৈদ্য এবং কৌশিক কুমার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার আরও বেশকিছু সংখ্যক ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিলেও তা বাস্তবায়িত হয়নি। এ প্রসঙ্গে তারা আরও বলেন, যেসব আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানকার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য উদ্যোগ গ্রহন করতে হবে এবং আশ্রয় গ্রহনকারীদের জন্য পর্যাপ্ত ওষুধপত্র, খাবার পানি এবং খাদ্য সামগ্রীর ব্যবস্থা থাকতে হবে। এ প্রসঙ্গে তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারনে সাতক্ষীরা থেকে মানুষ উদ্বাস্তু হচ্ছে। দুর্যোগে তাদের ঘরবাড়ি, জীবন ও সম্পদের ক্ষতি হচ্ছে। কর্মসংস্থান হারিয়ে তারা জেলার বাইরে কোথাও আশ্রয় নেওয়ায় এই জেলার বর্তমান জন্মহার ০.৩১ এরও নিচে চলে এসেছে বলে ধারনা পাওয়া গেছে। তারা জলাবদ্ধতা নিরসনেও আরও কার্যকর ব্যবস্থা গ্রহন এবং সরকারের বরাদ্দকৃত টাকা যথাযথভাবে ব্যয়ের ওপরও গুরুত্ব আরোপ করেন।




Leave a Reply

Your email address will not be published.