সমাজের আলো : উজ্জ্বলতায় ভরপুর হতে পারত বাংলাদেশের জন্য। আগের দুদিনের চেয়ে সাগরিকায় তৃতীয় দিন সূর্যের আলো ঝুলে থাকল বেশি সময় ধরেই। কিন্তু দিনের দুই-তৃতীয়াংশ সময় বোলিং সাফল্যে উজ্জ্বল বাংলাদেশ ম্রীয়মান হয়েছে শেষাংশে ব্যাটারদের চরম ব্যর্থতায়। পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টে তৃতীয় দিন পর এখনও ৮৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৪ টপঅর্ডার ফিরে যাওয়ায় স্বস্তি নেই। সফরকারী পাকিস্তান পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে নামা ব্যাটিং ধসে ম্যাচের ২ দিন বাকি থাকায় নিরাপদে নেই বাংলাদেশ। সুরক্ষার জন্য আজ চতুর্থ দিন দরকার দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য। আশাবাদী তাইজুল ইসলামও দাবি করেছেন ঘুরে দাঁড়াবেন বাংলাদেশের ব্যাটিং লাইন। অথচ বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে খেলতে নেমে তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা পাকরা মাত্র ২৮৬ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশী হিসেবে পাকদের বিপক্ষে সেরা বোলিং নৈপুণ্য দেখিয়ে ৭ উইকেট নেন তাইজুল। ৪৪ রানের লিডে এগিয়ে থাকার আনন্দটা মাটি করেছেন দ্বিতীয় ইনিংসে শাহীন শাহ আফ্রিদির গতি ঝড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ব্যর্থ হয়ে।

বোলিং লাইনআপে মাত্র ৪ বোলার এবং ব্যাটিং স্বর্গে পরিণত হওয়া সাগরিকার উইকেটে ঝড় তোলা কঠিন হবে সেটা পরিষ্কার হয়ে যায় দ্বিতীয় দিন। কারণ দুই পাক ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক আঠার মতো লেগে ছিলেন উইকেটে। দুই সেশনে ৫৭ ওভার ব্যাট করে হতাশা উপহার দেন তারা বাংলাদেশী বোলারদের। ম্যাচের প্রথম দিনও বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস টানা দুই সেশন উইকেটে অপরাজেয় থেকে হতাশ করেন পাকিস্তানী বোলারদের। তাই তৃতীয় দিন বাংলাদেশের ধারহীন বোলিংয়ে আহামরি কিছু করে ফেলাটা ছিল অমূলক চিন্তা। সেটা হয়েছে তাইজুলের অবিশ্বাস্য বোলিংয়ে। একাই ৭ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় দিনের সকালের শীতল পরিবেশ গরম করে তোলেন তিনি প্রথম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলেই দুই উইকেট তুলে নিয়ে। শফিক ৫২ ও আজহার আলী ০ রানে সাজঘরে ফেরেন। সেই ধস আর থামেনি। বলটি দিয়ে আগের দিন ৫৭ ওভার খেলা হয়েছে। আর পুরনো বলে স্পিনটাই কার্যকর। তাই সকালের আর্দ্রতার মধ্যেও তাইজুল বোলিং শুরু করেছেন। পাকদের প্রথম ইনিংসের ৮৮তম ওভারে নতুন বল নেয় বাংলাদেশ। সেটি ছিল লাঞ্চ বিরতির ঠিক আগের ওভার। সেই ওভারটিও তাইজুল করেন। লাঞ্চ বিরতিতে স্বস্তি নিয়েই বাংলাদেশ মাঠ ছাড়ে। কারণ ৩১ ওভারে মাত্র ৫৮ রান তুলতেই ৪ উইকেট খুঁইয়েছে পাকরা। ৪ উইকেটে ২০৩ রান থেকে বাকি ৮৩ রানে আরও ৬ উইকেট হারিয়েছে তারা। এর মধ্যে শুধু তাইজুল একাই নিয়েছেন আরও ৪টি। প্রথম সেশনের ৩টিসহ মোট ৭ উইকেট ১১৬ রান দিয়ে। পাকিস্তানের বিপক্ষে এর আগে বাংলাদেশের এক ইনিংসে সেরা ব্যক্তিগত বোলিং ছিল ২০১১ সালে মিরপুরে সাকিব আল হাসানের (৬/৮২)। এবার সেরার কৃতিত্বটা দখলে নেন তাইজুল।




Leave a Reply

Your email address will not be published.