সাতক্ষীরা ব্রাহ্মরাজপুর বাজার এলাকায় ভাতিজী’র পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে চাচা এবং চাচাতো ভাই এর বিরুদ্ধে।
এঘটনার প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাতক্ষীরা সদরের দামারপোতা এলাকার গোলাম মস্তফার স্ত্রী আয়শা খাতুন।
লিখিত অভিযোগের কথা উল্লেখ করে আয়শা খাতুন তার বক্তব্যে বলেন, ব্রাহ্মরাজপুর মৌজায় ক্রয়কৃত ও পৈতৃক ৫.৬৬ শতক জমি আমার ভোগদখলে রয়েছে। যার খতিয়ান নং- ১৬৪৫ ও দাগ নং- ৮৩৬১। যা ব্রাহ্মরাজপুর বাজার সংলগ্নে অবস্থিত। গত কয়েক মাস যাবত আমার চাচা আব্দুর রশিদ, চাচাতো ভাই আলমগীর হোসেন ও রবিউল ইসলাম জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় দ্বিতীয় দফা গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে চাচা আব্দুর রশিদ ও চাচাতো ভাই আলমগীর হোসেন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার তফসিল জমিতে এসে জবরদখলের চেষ্টা করে। আমি ও আমার স্বামী গোলাম মোস্তফা বাঁধা দিলে তাঁরা আমাদের লাঠি নিয়ে মারতে আসে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করবে। মিথ্যা মামলা ফাঁসিয়ে দিবে বলেও হুমকি ধামকি দেয় তারা।
আয়শা খাতুন আরও জানান, এর আগেও আমার এই জমি তারা জবরদখল করতে এসেছিলো। সেসময় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করি। সে-সময় আমার চাচা আব্দুর রশিদ ও চাচাতো ভাই আলমগীর হোসেন থানায় হাজির হয়ে মুচলেকা দেয় যে, তারা ভবিষ্যতে এই জমিতে যাবেনা। দখল করার চেষ্টা করবে না। কিছুদিন যেতে না-যেতেই তারা আবারও পুনরায় দখলের চেষ্টা করেছে।
আয়শা খাতুন বলেন, আমি ও আমার স্বামী গোলাম মোস্তফা জমির সাথে সাথে জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। আমার চাচা আব্দুর রশিদ ও তার ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি। ————-




Leave a Reply

Your email address will not be published.