সমাজের আলো : দেশে করোনার মধ্যেই নয়া আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ভারতে আতঙ্ক হয়ে দেখা দেয়া এই ফাঙ্গাস সংক্রমণ দেশে ধরা পড়ার তথ্য মিলেছে। এ ফাঙ্গাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে এমন অন্তত ২ জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে।সমপ্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে উদ্বেগের মধ্যে ২ জন আক্রান্ত হওয়ার কথা জানা গেল। চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল থেকে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়। বিশ্লেষজ্ঞরা বলছেন, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তাদের ঝুঁকি বেশি। ধুলাবালি থেকে হয়ে থাকে এটি। তবে ছোঁয়াচে রোগ নয়।




Leave a Reply

Your email address will not be published.