সমাজের আলো: সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে বড় ধরনের নাশকতার ছঁক কষছে বিএনপি-জামায়াত-এমনটাই গোয়েন্দা সংস্থার দাবি। বিএনপি-যুবদল ও জামায়াত-শিবিরের অন্তত দুই ডজন শীর্ষ পর্যায়ের নেতার গতিবিধির ওপর নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থা। আকস্মিকভাবে রাজধানীর ৯ বাসে অগ্নিসংযোগের ঘটনায় সিসি টিভির ভিডিও ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি শীর্ষ নেতার সঙ্গে এক নেত্রীর ফোনালাপ, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। এ ধরনের তথ্য উপাত্ত পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদর দফতর থেকে দেশের জেলা শহর, মেট্রোপলিটন এলাকা ও রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। পুলিশ সদর দফতর ও গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *