সমাজের আলো : আসন্ন রমজান মাসে সারাদেশের স্বল্প আয়ের গরিব পরিবারগুলোকে ভর্তুকি মূল্যে খাদ্য সহায়তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খাদ্য সহায়তার এই কর্মসূচীর আওতায় একজন ভোক্তা স্বল্পমূল্যে পাবেন সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুরের মতো পণ্য সামগ্রী। সুনির্দিষ্ট কিংবা টার্গেট পরিবারের কাছে এ সহায়তা পৌঁছাতে দেয়া হবে ডিজিটাল ফ্যামিলি কার্ড। ইতোমধ্যে ৭৫ লাখ পরিবারের তালিকা সংরক্ষণ করা হয়েছে। নতুন করে যুক্ত হবে আরও ২৫ থেকে ৫০ লাখ পরিবার। এতে সরকারের খাদ্য সহায়তা খাতে শুধু রোজায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হবে। দেশের বিরাট

জনগোষ্ঠী ভর্তুকি মূল্যের খাদ্য সহায়তা পাবেন। এতে করে ভোগ্যপণ্যের বাজারে এক ধরনের স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ইফতার সামগ্রী তৈরিতে ব্যবহার হয়, এমন সব পণ্যের দাম বরাবরই রোজার আগে বেড়ে যায়। আর এর পেছনে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বড় কারসাজি থাকে বলে অভিযোগ রয়েছে। তবে ভর্তুকি মূল্যে খাদ্য সরবরাহের এই উদ্যোগের ফলে নিত্যপণ্যের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার। দ্রব্যমূল্য নিয়ে বন্ধ হবে অসাধু ব্যবসায়ীদের কারসাজি। খবর সংশ্লিষ্ট সূত্রের।জানা গেছে, করোনা পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠীর আয় কমে যাওয়া ও সম্প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে রমজান সামনে রেখে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি সারাদেশে ভর্তুকি মূল্যের এসব খাদ্যসামগ্রী সরবরাহ করবে। পুরো কর্মসূচীটি সঠিকভাবে পরিপালন করা হচ্ছে কি না- তা স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নজর রাখছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ কারণে খাদ্য সহায়তা কর্মসূচীটি সফল করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে। রোজার আগে ও মাঝে মোট দুইবার খাদ্য সহায়তা পাবেন দেশের স্বল্প আয়ের সাধারণ পরিবার।আগামী ২০ মার্চ ভর্তুকি মূল্যের খাদ্য সরবরাহ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে দেশের ১ থেকে সোয়া কোটি পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনা হবে। প্রয়োজনে পরিবার সংখ্যা আরও বাড়ানো হতে পারে। প্রথম দশ রোজার মধ্যেই দ্বিতীয় দফায় খাদ্য সহায়তা দেয়া হবে। এর বাইরে ঢাকাসহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনে টিসিবির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রসঙ্গে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জনকণ্ঠকে জানিয়েছেন, পবিত্র রমজান মাস সামনে রেখে টিসিবির মাধ্যমে সারাদেশে ভর্তুকি মূল্যের খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে। মোট দুই বার এই সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিসিবি ইতোমধ্যে পণ্যসামগ্রী সংগ্রহ করে তাদের প্রস্তুতি সম্পন্ন করে এনেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এই কর্মসূচীর আওতায় শুধুমাত্র স্বল্প আয়ের গরিব পরিবারগুলোকে আনা হচ্ছে। শুধু তাই নয়, সরকারের এই কর্মসূচীর ফলে নিত্যপণ্যের বাজারে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে। বিপুল পরিমাণ খাদ্য সরবরাহের ফলে নিত্যপণ্যের বাজারের ওপর চাপ কমে আসবে। এ কারণে ভোগ্যপণ্যের দাম বাড়ার আর তেমন সুযোগ থাকছে না। তবে ঢাকাসহ অন্যান্য সিটি কর্পোরেশনে টিসিবির কার্যক্রম আগের মতো বহাল থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *