সমাজের আলো :  ভারতীয় শীর্ষ মাদক ও সোনা পাচারকারি বারী বিশ্বাসের মাধ‍্যামে সাতক্ষীরা কয়েক জনের কাছে বিপুল পরিমান টাকা আসতো। হন্ডির মাধ‍্যামে এ টাকা ভোমরার কয়েক জন ব‍্যবসায়ির হাত বদল হয়ে টাকা ভাগাভাগি হতো। সরকারি কর্মকর্তা ও সরকার দলীয় নেতাদের বাড়িতে পৌছে যায় এ টাকা। ইতিমধ্যে দেশের প্রভাবশালি গোয়েন্দা সংস্থা টাকা, সোনাপাচার ও মাদক পাচারের টাকা নিয়ে তদন্ত শুরু করেছে। বিশেষ করে ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা ট্রাক সিরিয়লের নামে বিপুল পরিমান টাকা সাতক্ষীরা ঢোকে। এ নিয়ে ব‍্যবসায়ি নেতারা এ ঘটনা নিয়ে প্রতিবাদ করেছেন।
একটি দায়িত্ব শীল সুত্র জানিয়েছে ভারতীয় শীর্ষ চোরাকারবারি গরু পাঠাতো এ দেশে। বিনিময়ে পাচার করা হতো সোনা। বারীর মাধ‍্যামে ঘুষের টাকা আসতো সাতক্ষীরার কয়েক জন সরকারি দলের নেতা ও কয়েক জন সরকারি কর্মকর্তার নিকট। মাদক ও ট্রাক সিরিয়লের টাকাও আসতো একইভাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *