সমাজের আলো : ভারতের করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাক‌বে।শুক্রবার (২১ মে) ত্রিপুরার আগরতলার বাংলা‌দেশ সহকা‌রী হাইক‌মিশন কর্তৃক ইস্যুকৃত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, করোনা পরিস্থিতিতে ভার‌তের স‌ঙ্গে চলমান স্থলসীমান্ত দি‌য়ে যাত্রী‌দের চলা‌ফেরায় নি‌ষে‌ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে।ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তির কার‌ণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মেয়াদ শেষ হয় গত ৯ মে। আবার নতুন ক‌রে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়, যা আগামী ২৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়াল বাংলাদেশ।এ বিষয়ে আগরতলার বাংলা‌দেশ সহকা‌রী হাইক‌মিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন সময় নিউজকে বলেন, করোনার ভারতীয় ধরন যাতে বাংলদেশে না ঢোকে সে ব্যাপারে আমরা সচেতন রয়েছি। যে কারণে আখাউড়া স্থলবন্দর আরও ৮ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *