নিজস্ব প্রতিনিধি: ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার বোর্ড নির্বাচন-২০২২ এর ফল প্রকাশ করা হয়েছে।প্রাপ্ত ফলাফলে জেলা বোর্ডে সভাপতি পদে সুব্রত হালদার এবং সাধারণ সম্পাদক পদে মো: হোসেন আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় নির্বাচিত হয়েছেন।সোমবার (২৭ ডিসেম্বর ) সারাদেশে একযোগে ভিবিডি’র জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সাতক্ষীরা জেলা কমিটির ৩৭ জন সদস্য অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেন । নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয় একই দিন রাত ১০ টায়। নবনির্বাচিত বোর্ডে সহ-সভাপতি সাইমুন হাসনাত সাকিব, হিউম্যান রিসোর্স অফিসার কাজী খালিদ, ট্রেজারার আজমীরা খাতুন, প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল এবং পাবলিক রিলেশন অফিসার মাহাবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।সারাদেশে এসডিজি’র লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে যাওয়া সংগঠন- ভিবিডি প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করে। সাতক্ষীরার যেকোনো ধরনের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো মানবিক কাজ করতে সকল ভলান্টিয়ার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, জাগো ফাউন্ডেশন সারাদেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে ১২টি স্কুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বেচ্ছাসেবী প্লাটফর্ম হিসেবে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর মাধ্যমে সারাদেশের তরুণদের নিয়ে এসডিজি বাস্তবায়ন এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *