সমাজের আলো: আফ্রিকার একাধিক দেশের নাগরিকদের দেওয়া জাল ভিসায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর পাওয়া যাচ্ছে। ওই কর্মকর্তা একসময় কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশনে কাজ করতেন। প্রথম আলোর অনুসন্ধানে তাঁর তিনটি ব্যাংক হিসাবে প্রায় ২৩ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। এই সরকারি কর্মকর্তার নাম জাকির হোসেন। ২০০৯ সালের ৩১ আগস্ট থেকে ২০১৯ সালের ২৩ জুন পর্যন্ত তিনি কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। নিয়ম অনুযায়ী একজন প্রশাসনিক কর্মকর্তার ভিসা ইস্যু করার এখতিয়ার নেই। কিন্তু জাকির হোসেন তখনকার হাইকমিশনের অনুমোদনে সেখানে বছরের পর বছর ভিসা ইস্যু করেছেন। আর এখন নাইরোবি দূতাবাস থেকে ইস্যু দেখানো যেসব জাল ভিসা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ছে, সেগুলোতেও স্বাক্ষর জাকির হোসেনের। পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা বলছেন, জাকির হোসেন ২০১৯ সালের ২৩ জুন বদলি হয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কিন্তু দেশে ফিরে এসেও জাল ভিসার ব্যবসা অব্যাহত রেখেছেন। তিনি আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের পাসপোর্ট দালালের মাধ্যমে সংগ্রহ করেন এবং জাল ভিসা সংযুক্ত করে তা বহুজাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেন। এ কাজে তাঁকে সহায়তা করেন নাইজেরিয়ার নাগরিক ক্যামো প্রিন্স। জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনা করেছেন। ১৯৯২ সালে অফিস সহকারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলেন। বাগেরহাট শহরের বাসাবাটিতে তাঁর বাড়ি। পুলিশ সূত্র জানায়, নাইজেরিয়া, ক্যামেরুন, তানজানিয়া, গিনি, ঘানা, মালি, কেনিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ব্যবসায়িক বা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রতারণাসহ নানা অপরাধে যুক্ত হন। এ ধরনের বিদেশি সংঘবদ্ধ চক্র এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। প্রতারণাসহ বিভিন্ন মামলা হয়েছে ১৫৭ জনের বিরুদ্ধে। এর মধ্যে এখন বিভিন্ন কারাগারে আছেন ৮৬ জন।




Leave a Reply

Your email address will not be published.