সমাজের আলো : রাজশাহীতে মাদ্রাসা ও এতিমখানার নামে ভূয়া রশিদ তৈরি করে চাঁদা আদায়ের অপরাধে ১১ প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা ‍পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার(৭ মে) রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানাধীন ঘোষের মাহাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি ধর্মপ্রাণ মুসলমানের অনুভুতি ও ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে নগরীর রাজপাড়া থানার হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা ক্বারিয়ানা হাফিজিয়া আবাসিক মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিম খানা এবং অন্যান্য মাদ্রাসার এতিম খানার নামে ভূয়া রশিদ তৈরি করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করছে।প্রতারণা করে চাঁদা আদায়ের বিষয়টি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের নজরে আসলে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ঘোষের মাহাল এলাকায় অভিযান চালায়। এসময় মাদ্রাসা ও এতিমখানার নামে ভূয়া রশিদ তৈরি করে চাঁদা আদায়ের অপরাধে ১১ প্রতারককে আটক করা হয়। এসময় আটককৃতদের হেফাজত হতে ভূয়া রশিদ ও ভূয়া রশিদের মাধ্যমে উত্তোলনকৃত নগদ ৩৫ হাজার ২৫০ টাকাও উদ্ধার করা হয়।




Leave a Reply

Your email address will not be published.